প্রকাশিত: Mon, Jul 17, 2023 9:15 PM
আপডেট: Sat, Dec 6, 2025 1:08 PM

[১]সাতক্ষীরায় স্কুলছাত্রের মৃত্যুর ঘটনায় ৪ শিক্ষক গ্রেপ্তার

কামরুল ইসলাম, সাতক্ষীরা: [২] শিক্ষক বেধড়ক পেটানোর পর প্রতাপ নামের ছাত্রটি বাসায় গিয়ে অসুস্থ হয়ে পড়ে। এরপর হাসপাতালে  মারা যায়। এই ঘটনায় পাঁচ শিক্ষকের বিরুদ্ধে মামলা হয়েছে, তাদের একজন পলাতক। 

[৩] শিক্ষার্থীরা জানায়, সহপাঠীর জন্মদিন উপলক্ষে রোববার স্কুলের ছাদে কেক কাটে প্রতাপ চন্দ্র দাশসহ কয়েকজন শিক্ষার্থীরা। কেক কাটার পরে শিক্ষার্থীরা টিকটক ভিডিও তৈরি করছিল। বিষয়টি নজরে পড়ে সহকারী শিক্ষক অবকাশ খাঁর। তিনি সেখানে গিয়ে শিক্ষার্থীদের নিষেধ করার এক পর্য়ায়ে শিক্ষার্থীদের সঙ্গে তর্কে জড়িয়ে যান। এ সময় তিনি শিক্ষার্থীদের চড় কিল ঘুষি মারেন। এর পরপরই বাড়ি চলে যায় প্রতাপসহ তার বন্ধুরা। বাড়িতে গিয়ে বমি শুরু হয় প্রতাপের। এ সময় পরিবারের সদস্যরা স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

[৪] ঘটনার পর বিক্ষোভে ফেটে পড়ে প্রতাপের সহপাঠী ও এলাকার মানুষ। সোমবার  নিহত স্কুলছাত্রের বাবা দিনু চন্দ্র বাদী হয়ে কালিগঞ্জ থানায় মামলা করেন।

[৫] কালিগঞ্জ থানার ওসি মামুন রহমান বলেন,  গ্রেপ্তার শিক্ষকদের মধ্যে একজন স্বীকারোক্তি  বলেছেন, ওই শিক্ষার্থীকে তিনি কয়েকটা চড় থাপ্পড় মেরেছিলেন, তবে কোনো প্রকার লাঠিচার্জ করেননি। সম্পাদনা: সালেহ্ বিপ্লব